আমি শিল্পী হয়ে এঁকেছি ছবি ।
সুনীল আকাশে,
স্নিগ্ধ বাতাসে,
রক্তিম সাজে প্রভাত রবি ।।
আমি করেছি এক কল্পনা,
ভাবনাই পাওয়া,
মুহূর্তে মুছে যাওয়া,
জলের মাঝে এঁকেছি আল্পনা ।
যেন এক অতি মানব
ধূপ বাতি জ্বেলেছে,
সুগন্ধ ঢেলেছে
তাঁর দেব-দেবীর চরণে ।
যা সৃষ্টির সুগন্ধ হয়ে
ভেসে ওঠে পৃথিবীর বুকে
মানব সমাজের জীবনে-মরণে ।।
পৃথিবীর কক্ষপথের বিপরীতে
আছে কি আর এক পৃথিবী?
যেখানে বাস্তব সত্য হয়ে রয়েছে
সুখ-দুঃখের, রঙ-বেরঙের
অনেক ইতিহাস সৃষ্টি হয়েছে ।।
যেখানে রাত্রির অন্ধকারে,
প্রতিটি ঘরের দ্বারে দ্বারে
জ্বলে ওঠে এক অদ্ভুত প্রদীপ ।
যার আলোয় আলোকিত
হয়ে ওঠে চারিদিক ।
যার স্নিগ্ধ আলো,
সবাই কে লাগে ভালো,
ভালোবেসে যার নাম দেয়-
দীপ্তশ্রী ।।