জীবনের শক্ত শিকলে বন্দি হয়ে,
মৃত্যুর পথ চেয়ে আছি।
দুখ-সাগরের স্রোতে বয়ে,
কেন আজও বেঁচে আছি?
কে ডাকে হাই?
কে ডাকে আমায়,
জীবনের ওই পর পারে?
মৃত্যুর দিকে এগিয়ে যায়,
তবু কেন জীবন কাড়ে?
দেখেছি ভুল স্বপ্ন;
বাস্তবে যা শুধু ছায়া।
ভেবেছি তা রত্ন,
কিন্তু সে মনের এক মায়া।।
একা শুধু ভাবি বসে,
কেন করি আশা আজ?
ভাবনা থেকে ঘুরে এসে,
বুঝতে পারি,
মায়া জালের নতুন সাজ।।
ভেবেছি কত কিছু করবো,
আজ এসেছি-
কাল চলে যাব।
হয়তো রেখে যাব নাম,
কিছু স্মৃতি।
নয়তো হবো বদনাম,
বদলে দেবো কিছু রীতি।।
জানি আমি অতিথি,
এই পৃথিবীর বুকে;
আছি এখানে'ই অনেক সুখে-দুখে।
একদিন চলে যাব আমি,
জীবনের যত বাঁধন খুলে।
জানি আমি একদিন,
আমাকে সবাই যাবে ভুলে ।।
Copyright:
Prodip Kr. Dey
Dhuliyan, November, 2005
12:33 AM