জোনাকিরা সব হারিয়ে গেছে, কংক্রিটের জালে,
অন্ধকারই জোটে না, এই অত্যাধুনিক কালে।
গভীর রাতের প্যাঁচাও উধাও, মানুষ ব্যস্ত যন্ত্রে,
আঁধার শুধুই গহীন মনে, মানব অঙ্গে-তন্ত্রে।
পশু রক্ষা মানব ধর্ম, মানুষের আছে ঈশ্বর,
ঈশ্বর- এরও বিভেদ আছে, বিভেদ অবিনশ্বর।
পৃথিবী এখন গোল নয় আর, ত্রিভুজাকার সত্য,
এ কোণ বলে আমি মানুষ আর, ও কোণ তোরা দৈত্য।
কলির কেষ্ট, সকলই ভ্রষ্ট, হাতে তরবারি খেলে,
একের কষ্টে দশের ব্যথা, আসে দেখ দলে-দলে।
সমাজ তো নাই, সামাজিকতাই ভরে গেল দেখ দেশটা,
সকলই তোমার ইচ্ছা প্রভু, দেখনা কি হয় শেষ টা।
15.04.2017
2:33 AM, Balaka,
Kolkata