প্রকৃতির প্রতিশোধ
--রবিউল প্রধান
এ পৃথিবী কি এখন করোনার গর্ভে বিলীন
পৃথিবী যেন এক অভিশপ্ত মহাসাগর
প্রথম ঢেউ, দ্বিতীয় ঢেউ, তৃতীয় ঢেউ
জানিনা আর কত ঢেউ পড়বে আছড়ে
আমাদের শরীর বুঝি কংক্রিটে বাঁধা তীর!
শুনেছি প্রকৃতি নাকি সময়মত প্রতিশোধ নেয়
তবে কি আমরা এখনো বেঁচে আছি
শুধু প্রকৃতির প্রতিশোধের অপেক্ষায়,
আমরা কি অভিশপ্ত,
পৃথিবী কি এখন কারাগার;
কয়েদি হয়ে থাকবো এভাবে কতদিন আর?
বাবার আগে ছেলে
মায়ের আগে মেয়ে
মৃত্যু তুমি কি মাদকাসক্ত উদমাত মাতাল
যেদিকে তাকাই দেখি শুধু তোমার হিংস্র থাবা,
একেক করে শ' হল, শ' ছাড়িয়ে হাজার
হাজার ছাড়িয়ে লক্ষ হল,
লক্ষ ছাড়িয়ে আর কত লাশ চাই বল?
করোনার গ্রাসে পৃথিবী আজ বড্ড কাতর
কবে ফিরে পাবো এ পৃথিবীর চিরাচরিত রুপ
কবে মুক্ত হবে এই বন্দি জীবন।