এসো ভুলে যাই সব ভুল
তোমার ছূড়ে দেওয়া শুধু একটি না'
টুইনটাওয়ারে আঘাত হানা বিমানের মত
আছড়ে পড়েছিল যেন আমার হৃদপিন্ডে,
থরথর করে কাপতে লাগল আমার পৃথিবী
মনে হল ঈশ্রাফিল বুজি আজ
শিংগায় দিয়েছে ফুক,
টাইটানিক সিনেমায় জাহাজ ডুবে যাওয়ার
শেষ মুহুর্তের দৃশের মতই
ভেঙে দু'টুকরো হয়ে গেল আমার বুক।
ডুবে মরল টাইটানিক জাহাজের মত সব স্বপ্ন,
নিশ্চির্ন হয়ে গেল টুইনটাওয়ার মত সব ইচ্ছা,
ঝঞ্ঝাবিখুব্ধ অথেই সাগরে
আমি হয়ে গেলাম যেন ছোট্ট এক ডিঙি নাও;
তুমি শুধু চেয়ে চেয়ে দেখলে,
তীর ধরে চলে গেল কত চেনা মুখ মুচকি হেসে।
সেদিনের কথা মনে হলেই
মনে হয় আমিই বুঝি উপকুলিয় অঞ্চল,
আমার উপর দিয়েই যেন বয়ে গেল
৯১ এর ঘুর্নিঝড়,
ঝড়ের কবল থেকে কোনভাবে বেঁচে যাওয়া
উপকুলিয় অঞ্চলের মানুষের মতই
বাড়িঘর ছেলেমেয়ে প্রিয়মানুষ হারিয়ে
একাই বেঁচে রইলাম আমি।
ঘোর লাগা বাতাসের মত ঘুরতে লাগল
ভাঙা হৃদয়ে শুধুই দীর্ঘশাশ,
দগদগে হৃদয়ে একটু হাওয়া লাগাতে
আকাশের দিকে মুখ তুলতেই
সাদা মেঘের ছোটাছুটির ফাঁকে দেখলাম:
নতুন সুর্য,
যেমনি বিমান যাত্রিরা
মেঘ ভেঙে ভেঙে মেঘের উপরে উঠলে দেখে:
ঝকঝকে নতুন এক পৃথিবী।
হঠাৎ মনের মধ্যে জেগে উঠল
টমাস আলভা এডিসন এর নাম,
ভাঙা বুকে জলে উঠল আশার আলো তারপর-
কেএফসিতে ঢুকতেই যে ছবিটি প্রথমে চোখে পড়ে,
সে ছবিটিই যেন আজ বার বার বলতে লাগল:
আবারো তোল পাল,
শক্ত হাতে ধরো এবার বৈঠা
গাও স্বপ্ন পুরনের গান।
পদ্মা সেতু, উড়াল সেতু, কর্ণফুলী টাওয়ার,
সামনে আরো কতকিছু;
মেট্রো ট্রেনে চেপে খাও ঢাকা শহুর ঘুরে ঘুরে সুখের বাতাস,
চোখে চোখে পোড়াও দু'চোখে যত ওড়ে স্বপ্ন।
কতকিছুই না এ জীবনে হয়ে যায়
ভাটার টানে তীর ভাঙে, ভাঙে বাড়িঘর গাছ-পালা
কৃষক হারায় ফসলের খেত,
তোমরা না হয় হারিয়েছো কিছু সোনালি অতীত,
তাই বলে কি জোয়ার গিয়েছে শুখে
কৃষক চারা নিয়েছে গুটে
ভিটেমাটি হারানো মানুষ তো-
আবারো বেধেঁছে বাসা; সাজিয়েছে নতুন সাঁজ।
বুকের গভিরে পুষে রাখা অভিমান ভুলে
সোনালি স্মৃতিকে সামনে এনে বল!
কতবার তো কদমবুজি পা থেকে নিয়েছো কুঁড়ে
তুমি কি দিতে চাও না একটুকু ফিরে,
কারো বুক ভাঙার আগে এসো--
বাধ হয়ে পড়ে থাকি দুজনে,
দেখবো অন্ধকার মুখ কেমনে হয়ে যায় জ্যোৎস্নার চাঁদ।
এত মজার মজার খেলা কার সঞে খেলবে তুমি বল!
তুমিই বা কোথায় পাবে শেষ বিকালে খেলার সাথি।
স্বপ্ন হারানোর কত কষ্ট!
প্রিয় জনের বিযোগ ব্যাথা কিংবা আনন্দ অশ্রু,
যাই হোক এত অশ্রু কার কাঁদে লুকাবে,
অশ্রু লুকাবার এত বিশাল কাঁদ কোথায় পাবে তুমি বল?
দেখ, কতকিছুই দেখার আছে এখনো বাকি!
মানুষ ভুল করে কিন্তু
ভুলের মধ্যে নিজেকে শেষ করে দিয়ে
হত্যা করে একেক করে সকলকে।
এসো ভুলে যাই সব ভুল,
জন্ম দেই আবারো নতুন নতুন স্বপ্নের।।
-----------------------