হাসির অন্তরালে লুকিয়ে থেকে
আস্তে আস্তে বেরিয়ে পড়ল
ভয়ংকর এক খুনি,
অকসাৎ চেপে ধরল তার হৃদপিন্ড
শত চাপাচাপি করেও তার বুক,
ছাড়াতে ব্যার্থ হল আমার হাত।
আঁছড়ে পড়ল চার দেয়ালে
আমার এক বিভৎস চিৎকার,
মাথার উপর ঘুরতে লাগল পৃথিবী
মনে হল সজোরে ধাক্কা দিল
পিছনে দাঁড়িয়ে থাকা প্রাচীর
তৎক্ষনাৎ ফিরে পেলাম
আমার নির্বাক হয়ে যাওয়া ভিতর,
চোখের পাতা সরাতেই দেখলাম:
চারপাশ নিশ্চুপ, শুধু-
নিথর হয়ে পড়ে আছে আমার মধুখোর।
ঘুরন্ত পৃথিবী মাথার উপর ভেঙে পড়ল
আমি তছনচ হয়ে গেলাম তার বুকের উপর
ঠোঁটের বরফ শীতল স্বাদ নিয়ে বুঝে গেলাম
আমাদের থেকে সে এখন অনেক দূর!
অশ্রু ভেজা চোখ শুধু বার বার বলতে লাগল !
সিদ্ধার্থ ওয়ারেন্টি প্রিয়ডেই আমায় ছেড়ে
কেন দিলে চিতায় পাড়ি
কেবলি খুঁজে বেড়ায়
ওয়ারেন্টি ক্লেমের যদি থাকে কোন উপায়!
অনবরত হৃদয়ের গহীনে বয়ে চলতে লাগল নদী
জলে ছলছল টইটুম্বুর দু'চোখ
চারদিকে উড়ছে শুধু চিতার আগুন
সারা বিশ্ব যেন অপলক দৃষ্টিতে দেখল,
সেদিন-                              
ঈশ্বর পরিচালিত শেহনাজ-সিদ্ধার্থ'র
অমর এক প্রেম কাহিনী।