কোটা তুমি বেদনার বুনন_(সুজন প্রধান ,রাবি )
----------------------------------------




কোটা তুমি বেদনার বুনন,
অধিকার হরণে বাধা বুনোন।
নাম তোমার শুনলে জনতার চোখে,
দেখি শুধু ক্ষোভের আঁধার।

কতো শত স্বপ্ন, কতো আশা,
কোটার ফাঁদে হলো ভাঙা-চুরা।
যোগ্যতার মানে হল জ্বালা,
অন্যায়ের কাছে কেনো হার।

বঞ্চিতের কণ্ঠে আজ বাজে গান,
সমতার সুরে, সংহতির গান।
কোটা, তোমার দিন যে ফুরালো,
বদলাতে হবে তোমার নাম।

নতুন দিনের, নতুন আলো,
সমতার পথে, চলবে দেশ।
মেধার আলোয় আলোকিত,
সবাই মিলে গড়বো কেশ।

কোটা তুমি ইতিহাসের পাতা,
অন্যায়ের ধারায় আজ খাতা।
বঞ্চিতের কান্না, ক্ষোভের ঢেউ,
কোটার সংস্কারে, জাগো সবাই।

বদলে যাবে সময়, বদলে যাবে ধারা,
কোটা সংস্কারে হবে নতুন দিশা।
সবার অধিকার, সমতার কথা,
এই হোক আমাদের প্রতিজ্ঞা।