কোটার খেলা(সুজন প্রধান ,রাবি )
-------------------------

কোটার খেলা
শিক্ষাঙ্গনে চলে এক অদ্ভুত খেলা,
কোটার নামে লুটে নেওয়া হয় মেধার ফসল ক্ষেলা।
মেধাবীরা বঞ্চিত, হয় হতাশ,
অনুপযুক্তরা পায় সুযোগ, হয় উচ্ছ্বাস।

কোটা নীতি বলে, সুযোগ সবার,
কিন্তু মেধার মূল্য হয় অস্পষ্ট, অবার।
বিভিন্ন জনগোষ্ঠীর জন্য নির্ধারিত আছে ভাগ,
কিন্তু যোগ্যতার কথা হয় এড়িয়ে যাওয়া এক সাগর।

মেধাবীরা ঝরে যায়, হতাশায় ভেঙে পড়ে,
অনুপযুক্তরা পায় সুযোগ, হয় উন্নত জীবনের পদযাত্রা।
কোটা নীতি কি সত্যিই ন্যায়বিচার করে?
নাকি মেধার গলা টিপে দমন করে?

সরকার বলে, সুযোগ সবার জন্য,
কিন্তু বাস্তবতা কি বলে, তা ভাবলে হয় হতভম্ব।
কোটা নীতি কি সত্যিই দূর করছে বৈষম্য?
নাকি তৈরি করছে নতুন অন্যায়, নতুন বিদ্বেষ?

সময় এসেছে, ভেবে দেখার,
কোটা নীতি কি সত্যিই আমাদের দেশের জন্য কল্যাণকর?
নাকি মেধাকে হত্যা করে, দেশকে করে অন্ধকার?

আসুন, হাত মিলিয়ে, সৃষ্টি করি নতুন নীতি,
যেখানে মেধার মূল্য পাবে স্থান, হবে সবার সমান সুযোগ।
কোটা নীতির অন্ধকারে আর থাকব না আবদ্ধ,
মেধার আলোয় উজ্জ্বল করবো আমাদের দেশ, আমাদের সমাজ।