সংস্কার করা ভাবনায়
কচি মুকুলের সুবাস,
বাড়ন্ত মুকুলে টইটম্বুর রসালো ফল
অসংলগ্ন আমি মোহিত হয়ে যাই
হারিয়ে ফেলি না বলার দৈবজ্ঞান।

খুব সহজেই চলে আসে প্রেম
আদ্যোপান্ত আমিই প্রেমিক।।

প্রতি রাতে মৃত্যূর সাতে সন্ধি হয়
প্রতি ভোরে সে আমাকে বানায় ছোকড়া,
গোছালো প্রেমিকার সরল জমিনে
নিত্য চাষাবাদই আমার কর্ম
আমার কর্তা সেইতো নারী
আমার নারী সেইতো প্রকৃতি।
যার আশ্রয়ে আমি অগ্নি
যার প্রশ্রয়ে গাজন হারানো মহর্ষি ।

আমি এক বিচ্ছিন্ন পঙক্তি,
যার ভাবনায় মানবতা আর
বিবেকে শান বাঁধানো পলির ঢেউ।।