শব্দটার সন্ধান পাই বাংলা অভিধানের রথে
কিন্তু মানেটা বুঝতে ফিরে যেতে হয় ইতিহাসের পথে|
যে ইতিহাস নিয়ে যায় কিছু স্থির সময়ের অস্থির মুহূর্তে
যখন মানুষ জীবন করেছে দান তাকে আঁকড়ে ধরতে যে কোনো শর্তে|
গলি থেকে রাজপথ সেদিনের রক্তমাখা চেহারা
হয়তো আজও তা আছে কিন্তু শুধুই ছবিতে পড়ে ধরা|
সে দিনের সেই প্রাণ গুলি ছিল অত্যন্ত চঞ্চল
মুক্তির স্বাদ পেতে তাঁদের এতটুকু ভাঙেনি মনোবল|
সে দিনের সাক্ষী ছিল যন্ত্রনা ও বেদনায় ভরা শত শত মুখ
আজকের সাক্ষী আমরা যারা ভোগ করছি তাদেরই কষ্টার্জিত সুখ|
হয়তো সেদিন “একতা “ কথাটা প্রবল দোলা দিয়েছিলো মনে
যার ক্ষমতার কাছে শত্রুরাও পরাজিত হয় রণে|
আজও আমরা শুনতে পাই “ বৈচিত্রের মধ্যে ঐক্য “
সত্যিই কি তাই তাহলে কেন সবকিছুতে এত মতানৈক্য?|
আসলে আমাদের কথায় একতা মনে প্রচ্ছন্ন স্বার্থ
তাই তো আজও বুঝতে পারিনি স্বাধীনতার অর্থ||