মনুষ্যের কল্পনাতে সৃষ্টি
যা আনে মনের আত্মতুষ্টি|
চিন্তনের অবয়বের প্রকাশ
লৌকিক বা অলৌকিক ভাবনার বিকাশ|
স্থাপত্য ভাস্কর্যের এক অভিনব নিবেদন
তৈরী করে আমাদের মনে প্রবল আলোড়ন|
শিল্পীর শিল্পসাধনা
মস্তিস্ক প্রসূত কল্পনা|
অথচ, শিল্পী পায় না মান
মনে মনে তার হয়তো জন্মায় অভিমান|
একাকী বসে বসে ভাবে
দিনও তার কাটে বুঝি অভাবে|
মূর্তির থাকলে প্রাণ
অন্তত:, সে করতো তাকে সন্মান ||