গ্রামের পথে ঘুরতে ঘুরতে এসে পড়লাম যেথায়
স্মরণে এলো স্মৃতি থেকে মেলা হতো হেথায়|
ছোটবেলার ছবি গুলো মুহূর্তে এলো চোখে
আসতাম বাবার হাত ধরে আনন্দ গায়ে মেখে|
বাদাম, জিলাপি,নাগরদোলা কত কিছুরই হতো সমাহার
কিনতাম কত রঙিন কাগজে মোড়া ভিন্ন স্বাদের আচার|
আরো কিছুটা এগিয়ে আসতেই মনে পড়ে গেলো এক মুখ
যে ছিল আমার পরম বন্ধু যার জীবনে ছিল না কোনো সুখ|
এখানেই বসে বিক্রি করতো নানা রঙের বেলুন
জীবনানন্দ গ্রাস করেছিল দারিদ্রতার আগুন |
একই পথে আমি আসতাম কিনবো বলে কিছু গিয়ে
সেও আসতো শুধু ভিন্ন আশা সঙ্গে করে নিয়ে|
মেধাবী ছাত্র হিসাবে পরিচিতি ছিল তার
যদিও মেধাটাকে অচিরেই গ্রাস করলো অর্থাভাবের অন্ধকার|
কতদিন বাদে আজ হঠাৎ পড়লো তাকে মনে
বোধ করি হয়তো সেও আজ ব্যাস্ত নিজ কর্মজীবনে|
শান্ত স্বভাবের, প্রাণচঞ্চল নামটি তার অসীম
দুঃখ কষ্ট সহ্য করার ক্ষমতাও ছিল অপরিসীম|
এই স্থান ই সাক্ষী এখন সেই সব দিনগুলির
জানি, চলে যাওয়ার আসা হয়না এটাই তো নিয়ম বিধির |
দেখা করবোই তার সাথে এ মন বদ্ধ পরিকর
ভুলিনি তাকে আমি কারণ আত্মা যে হরিহর ||