ধর্ম
ছোট্ট একটি শব্দ
কিন্তু ইচ্ছা, অনিচ্ছা, মানসিকতা
ইহাতেই আবদ্ধ |
হিংসা, খুনোখুনি, মারামারি
এও তো একধরণের মহামারী|
আমি হিন্দু, আমি মুসলিম, আমি ক্রিস্টান, আমি বৌদ্ধ
তাই হয়তো মানবরুপী অবতার রা আজ খুবই বীতশ্রদ্ধ|
আধুনিক থেকে হয়তো অত্যাধুনিক হয়েছি
কিন্তু শব্ধটিকে কি উপলব্ধি করতে পেরেছি?
তাহলে অন্যপ্রাণী দের থেকে আমাদের তফাৎ কোথায়?
আমার বুঝে আর অন্যেরা না বুঝে ঘুরে বেড়ায়
কর্ম ছাড়া কি ধর্মের অর্থ প্রকাশ পায়?
নাম, পদবীতে কি আসে যায়? হে মনুষ্য: ধর্মকে ধারণ করে কর্মকে অনুসরণ করো পিছু পিছু
না হলে একদিন আসবে যেদিন চোখ থাকতেও অন্ধত্ব গ্রাস করবে সবকিছু ||
স্বরচিত