প্রকৃতি বাঁচার অধিকার দিয়েছে আমাদের সকলকে
তবুও বন্যপ্রাণীদের আজ অস্তিত্ব প্রায় শেষের পথে|
নিজ স্বার্থ রক্ষায় আমরা হয়েছি আজ বন্য
তাই তো তাদের সরল জীবন চরম বিপন্ন| কোথাও শিকলে, বা কোথাও খাঁচাতে করছি তাদের বন্দি
চোরাশিকারিরা নিত্যনতুন আঁটছে মনে ফন্দি |
অবশ্য তাদের বাঁচিয়ে রাখতে করেছি আইন প্রণয়ন
বন্ধ করিনি তার ফাঁক গুলি তাই অপরাধীদের সহজ হয়েছে আগমন |
তাদের আক্রমণে ওঠে বাঁচাও বাঁচাও রব
অথচ আমাদের লোভপিপাসু চক্ষু দেখেও তারা থাকে নীরব|
নানা স্থানে ভাষনে থাকে “বন্যেরা বনে সুন্দর”
বাস্তবে তার অর্থের দিই না কোনো কদর |
আরো কত বাস্তব চিত্র চোখেতে ভাসে
যখন কোনো রাস্তার কুকুর আমাদের কাছে আসে|
পেটের জ্বালায় ফ্যাল ফ্যাল করে এদিক ওদিক চায়
মনে মনে ভাবে দুমুঠো অন্ন দিয়ে কেউ যদি তাদের বাঁচায় |
ভুলে যাই আমরা যে মনুষ্য ব্যাতিত অন্য প্রাণীরা পর নির্ভরশীল|
তাই মন কে আমাদের করা কি অনুচিত হবে আরও সংবেদনশীল?
প্রাণের সাহায্যে বাঁচতে পারে আরও একটি প্রাণ
নয়তো একদিন হঠাৎ ই ঘটবে এদের অন্তর্ধান||