অশ্রু
অশ্রু তুমি কেন ঝরো?
স্বভাব তোমার কেমন তরো?
সুখেও ঝরো দুখেও ঝরো
নাসিকার দুপাশ আকঁড়ে ধরো
কখনো বোঝাও আবেগ
কখনো বোঝাও কষ্ট, হতাশা বা উদ্বেগ
রাখতে পারোনা নিজ বেগ চেপে
অনুভূতি বা শব্দবানের নিক্ষেপে
যতদিন থাকবে জীবন
ততদিনই তোমার আগমন
জানিনা তোমার আকার
শুধু জানি, আমাতেই তুমি একাকার ||
স্বরচিত