আস্ফালন
ছোট্ট মানিক কহিল তার মা কে, ‘মা:, মা:, বন্ধু যে ডাকে’
মা বলিয়া উঠিল চুপ, চুপ যাস না বাবা ফাঁকে,
বিষন্ন দৃষ্টিতে তাকিয়া মানিকের প্রশ্ন কেন মা?
বাহিরে গেলেই বিপদ চারিদিকে শুনছিস না!
অবোধ মানিক নাছোড়বান্দা, যাবেই সে বাহিরে,
কেমনে বোঝাবে তার মা এই সংকটসময় তারে,
শিকল নয় তবু ‘শিকল বদ্ধ জীবন’
শৈশবেই কি তীব্র যন্ত্রনা আর জ্বালাতন,
ছুটোছুটি, খুনসুটি, এসব থেকে অনেক দূরে,
মানিক,আর একাকিত্ব ছড়িয়ে রয়েছে ঘরে
ভালো লাগে না একঘেয়েমি হয়েছে যে জীবন
কিন্তু কে তারে বোঝাবে ‘করোনা’ র দংশন|
চাই না আমরা কেউ খোয়াতে, শৈশব, কৈশোর, যৌবন তাই শুধুই অপেক্ষা, কবে ঘুচবে “করোনার’’ আস্ফা লন||
স্বরচিত