আর্তি
মাগো  আমি  বড়  হতে  চাই  নিজের  মতন  করে
ভয়ের  ভ্রকুটিতে  আমায়  বদ্ধকরে  কেন  রাখো  ঘরে?
মুক্ত  আকাশের  নিচে  পরিশুদ্ধ বাতাসে  বড়  হবো  আমি
কারুর  মতোন  করে  নয়  আমি  নিজেই  সাজাবো  আমার  আগামী
পৃথিবী  যেমন  প্রতি নিয়ত  ঘোরে  তার  নিজের  ছন্দে
আমিও  আমার  ইচ্ছায় ঘুরে  বেড়াবো  মহানন্দে
আকাঙ্খার  ঝুলি  লাগে বড্ডো  যে ভারী
একটু  ভাবো  মা  আমি  কি  তা বহন  করতে  পারি?
ডাক্তার, ইঞ্জিনিয়ার, বা  আরো  অনেক কিছু
ভাবনাকে  সফল  করতে  ছুটছো  তার  পিছু  পিছু
মাঝে  মাঝে  মনে  হয়  আমার  শৈশব, কৈশোর   বা  যৌবন
উপলব্ধি হবে  যা ,   তা  শুধু মাত্র সময়ের  সম্মোধন
দাও  আমাকে  মন  খুলে  বাঁচতে
যেমন  খাঁচার  পাখি  আর  ফিরতে  চায়  না  খাঁচাতে
এমন  কিছু  করবো  না  মা  যাতে  দুঃখ  পাও
আমার  আগামীকে  তার  মতো  এগিয়ে  যেতে  দাও
সময়ের সাথে  সাথে  হাত  ধরে  চলবো
আমার  মন  যা  চাইবে  আমি  তাই  শুধু  করবো
কি হবো  কি সঠিক  এ  চিন্তা  বৃথা
স্রষ্টাই   চিন্তা  করুক  না  কি হবে  তার  সৃষ্টিশীলতা ||