মা তুমি কেমন আছো? শরীর ভালো আছে তো?
না দেখার ব্যাথা অনুভব করি সতত|
মাঝে মাঝে স্মরণে আসে সেই ফেলে আসা দিনগুলি
বাবার চোখ এড়িয়ে মাঠে যেতাম খেলতে ডাংগুলি|
ক্লান্ত শরীরে ঘরে ফিরতাম মুখ থাকতো নানান অজুহাতে ভরা |
কিভাবে পাঠ্যপুস্তক স্পর্শ না করা যায় তার যুক্তি তৈরী করা |
ভুলিনি মা একটুও বাবার বেত্রাঘাত থেকে আগলানো
তুমি বলেই সম্ভব ছিল সব কিছু সামলানো|
আজও মনে পড়ে পুকুর ধরে গিয়ে সেখানে ঢিল ছোঁড়া
নিজ মুখের প্রতিচ্ছবির কম্পন জলে ধরা পড়া|
কত দুস্টুমিই না করতাম সেদিনের দিনগুলিতে
সবই আজ রয়ে গেছে শুধু স্মৃতির ঝুলিতে|
তোমার নাতি নাছোড়বান্দা যাবেই তোমাদের কাছে
আমিও আগেভাগে করেছি দরখাস্ত নামঞ্জুর হয় পাছে|
তোমার মুখ থেকে শুনতে চায় আমার ছেলেবেলা
কিভাবে করতাম পড়া না করে শুধু মাঠে গিয়ে খেলা |
আমারও একটা ইচ্ছা আছে যদি পারি যেতে
আমার অতীত আর ওর বর্তমানকে যদি পারি মিলিয়ে দিতে |
ভালো থেকো, তোমরা দুজনে আমার প্রণাম নিও
বিধাতাকে বলি এমন জনম বার বার দিও ||