মরিতে চাইনা আমি এই সুন্দর ভূবনে
ইফতেখার হোসেন
আরো একটা পথ হাঁটতে হবে
এবার কেবল *তোমাকে*
ভালো বাসি বলেই ---
ক্লান্ত হয়ে গেছি! হাঁটতে হাঁটতে ;
মাত্র ত্রিশ বছর হেঁটেই ।
এখনো বিকেল গুলোর কথা
মনে আছে ।
মনে আছে ‘তোমাদের’
প্রতিশ্রুতির কথা গুলো ।
হয়তো কিছুটা চাপা পড়ে গেছে
কালের নিয়মে –
কিছুটা মিশে গেছে
জীবনের সমাপ্তিতে ।
তবুও অনেক গুলো এখনো জীবন্ত ।
আমিও কথা দিয়েছিলাম ;
‘চাঁপা ফুল’ হয়ে ফোটার
বসন্তের শেষে প্রকৃতিতে মিশে
নিরবে চলে যাওয়ার ।
কিন্তু সেটা এখনো হয়নি ।
আজ বড়োই ক্লান্ত হয়ে পড়েছি
শুধু হাঁটতে হাঁটতে নয় ;
বরং ‘তোমাদের’ পিছু ধাওয়ায় ।
প্রতিশ্রুতি ভঙ্গ করেছো --
নিজেদের আঁখের গুছাতে
নির্দ্বিধায় লাথি মেরেছো
‘মায়ের’ বুকেতে ভাইয়ের পেটে
দেশের মাটি দেশের জল অপবিত্র করতে --
একবারও ‘তোমাদের’ বুক কাঁপে না !
অথচ এ.সি ঘরে থেকেও ধড়ফড় কর ।
প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিয়ে
অতীতকে জবরদোস্তি চাপা দিয়ে চলেছো ।
বাহানার জাল বুনে ধমক দিয়ে
কত মুখ বন্ধ করবে আর !
অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে
আর কত ফায়দা লুটবে
আর কত ইতিহাস তৈরি করবে ।
একটু ঘুমাতে দাও !
বড়ো ক্লান্ত হয়ে পড়েছি ।
বিনিদ্র রাত বড়ো কষ্টের বন্ধু !
ক্লান্ত হয়ে গেছি হাঁটতে হাঁটতে ;
এত জোরে ধাওয়া করলে ,
দৌড়াবো কি করে !
আমার তো হাঁটার-ই
শক্তি ফুরিয়ে গেছে !
প্রতিশ্রুতি তোমরাই ভঙ্গ করেছো
আমি তো নিয়মের গোলাম
কর্তব্যের কাছে বাঁধা
আমার দোষ কেবল
প্রখর রোদে ‘চাঁপা ফুল’ হয়ে ফুটে
*তোমাকে* ভালোবেসে
*তোমার* কোলে মাথা রেখে
শেষ বারের মতো ঘুমাতে চাওয়ার ।
ইফতেখার হোসেন কর্তৃক রচিত এবং মুদ্রিত
শিবনগর ,ফরাক্কা ,মুর্শিদাবাদ পঃবঃ ভারত
প্রকাশ – ২৯ শে আগষ্ট ২০১৪
এই কবিতাটিতে *তোমাকে* , *তোমার* শব্দ গুলি দেশ মাতৃকার উদ্যেশে ব্যবহৃত হয়েছে । এবং দেশ মাতৃকার উদ্যেশে উৎসর্গ করলাম । দেশের প্রতি অকৃত্তিম ভালোবাসা জ্ঞাপণ করছি ।