তবু বলব,
                       তুমি আমার

                              ……..ইফতেখার হোসেন

চুপসে যাওয়া পৃথিবীর মাঝখান থেকে যখন
একটা গলিত পদার্থ বেরিয়ে আসবে
তখনও মানুষ কুকুর কলরব করে যাবে।
তখনও মানুষ ‘আমার’ বলতে ভয় পাবে না ।
তখনও মানুষ ধড়ফড় করতে করতে গুছাতে থাকবে
মাতৃভূমির শেষ ধুলিকণা একটু বাঁচার আশায়।
গলিত কিংবা রক্তাক্ত শীর্ণ শরীর নিয়েও যখন
মানুষ বেঁচে যাবে;তখনও দ্বিধা বোধ করবেনা
‘আমার’ বলতে ।
আশার পর আশা আকাঙ্ক্ষার পর আকাঙ্ক্ষা সৃষ্টি করে
তোমাকে-আমাকে কিনে নেবে ;তারপর -
তোমার মুখের সামনে ‘আমার’ বলে দেবে।
সামাল দিতে না পারলেও,মুখ থুবড়ে পড়ে গিয়ে
বলবে ‘আমার’ ।
সব কিছু তছনছ করে ধূলিসাৎ হবে
মাতৃভূমি বিক্রির জন্য দালাল ছাড়া হবে ।
কে কত দাম দিতে পারে ধার্য হয়ে -
‘নিলাম’ হবে ,সবাই দেখে যাব ;
তবু বলতে পারব না
মাতৃভূমি তুমি “আমার” ।


ফরাক্কা,মুর্শিদাবাদ,পঃবঃ(21.08.2014)