বোবা কান্না
………..ইফতেখার হোসেন
যার জন্যই কাঁদিনা কেন
কাঁদি তো বটে ।
কেন কাঁদি কিসের জন্য কাঁদি
কিছুই জানিনা ,
তবু কাঁদি ---
এ কাঁদা সেই কাঁদা নয়
কাঁদার অন্তরালে অনুশোচনার পৃথিবী খুঁজি
বিষন্ন বদন ঠিকই,তবে গুরু গম্ভীর নয়।
কাঁদি হামেশাই---
মাঝে মধ্যে ছল করে হাসি মুখ দেখায়।
স্বপ্ন কাঁদাকে ভুলে কাঁদার জায়গা খুঁজি
একাকী নির্জন পথে গান গেয়ে কাঁদি
সংলাপ বলে কাঁদি ---
আরো কাঁদি মেঘে ঢাকা চন্দ্রের আলোর আঁধারে
কিংবা বাতাসের সাথে সুর মিলিয়ে ।
ভয় হয় যদি কেউ দেখে ফেলে -- ;
তাই অর্ধপ্রকাশিত কবিতা ছন্দে কাঁদি
পথ মধ্যে সাইকেলে চড়ে ;
কেঁদে বেড়াই দূর দূরান্তে ।
কাঁদা- কাঁদা –কাঁদা ;
উপলব্ধি করানোর মতো ভাষা নেই ।
কাঁদার রেস ধরে কাঁদি
অশ্রু-শুষ্ক চোখে কাঁদি ।
কাউকে হারানোর অগ্রিম বার্তা
কি! না ; আমি জানি না ।
তবে বেদনাটা শারীরিক কিংবা বিরহের নয় ।
তবু কাঁদি ----!
অশ্রু-সজল চোখের কান্নার বহু কারণ আছে --
আর আমি কাঁদি তোমাদের চোখ এড়িয়ে
কেননা ; আমি পাষাণ !
আমি কাঁদতে পারি না ।