জন্মভূমির প্রতি
………ইফতেখার হোসেন
চলে যাবো বলে আমার কোনো দুঃখ নেই
বলতে পার কোনো ভয়ও নেই
দুঃখ শুধু চলে যাওয়ার আগে
তোমাকে কিছু দিয়ে যেতে
হয়তো বা পারব না ।
পারব না তোমার ঋণও শোধ করতে ।
যতক্ষণ আছি হয়তো দেখেই যাবো
তোমাকে নিয়ে নোংরা খেলা
তোমার নীলাকাশে যখন পাখিরা ওড়ে
কোকিলের গানে যখন তোমার বুকে
বসন্ত নেমে আসে
আর নেমে আসে
কালো মেঘের আড়াল থেকে
বুভুক্ষু কুকুরগুলো
কোকিলের কণ্ঠ রোধ করতে
তখন অহংকারগুলোকে এক নিমেষে
গিলে ফেলে
বোবা কান্না ছাড়া আর কিছুই করতে পারিনা ।
পারিনা ভয়ে ; - নয়
ভয় ! তোমার-আমার সম্পর্কটাকে উল্টো করে দেখানোর
ভয়;-- আমার জন্য খামখা তোমার
অসম্মান হবে ।
তার চেয়েও বেশি ভয় নরখেকগণ
সোনার মেডেল তোমার কাছ থেকে ছিনিয়ে নেবে ।
ছিনিয়ে নেবে তোমার হিতাকাঙ্ক্ষীর হৃৎপিন্ড
চুষে নেবে কলেজার শেষ রক্ত।
এখনও তোমার গান গেয়ে ঘুম যায়
জানি না শেষ ঘুমটা কত নিকটে
কাছে থেকে যখন তোমাকে
আর মৃত্যুটাকে দেখি,
তোমাকে দেখার সাথে সাথে
মৃত্যুটা ঝাপসা হয়ে যায়।
দীর্ঘ তিরিশ বছর সুর্যের রক্তিম আলো
তোমার অবাধ শিহরণ
তোমার কোলে ঘুমিয়ে তারা গোনা
কৃষ্ণা-দ্বাদশীর রাতে ‘জীবানানন্দ’ হয়ে
তোমার অপরূপ সৌন্দর্যে হারিয়ে যাওয়া
সবগুলি এক-এক করে ভেসে ওঠে ।
ভেসে ওঠে চোখের সামনে
তোমাকে যখন রেসের
ময়দান বানায়,আর তোমার
কন্যা সন্তানগুলোকে নির্দ্বিধায়
রেপ করা হয় ।