স্বপ্ন
                    ........ইফতেখার হোসেন


         চলে যাব অবশ্যই যাব চলে
              তোমার চরণ তলে ।
       তবে যাওয়ার আগে এই ধরীত্রীর বুকে
              রাখব পুঁতে গাছ সুখে --
           যার ছায়া তলে থাকবে বেঁচে
               মৃতজীবী নেচে নেচে !
        বাঁচার! স্বপ্ন আছে; অশারীরিক রূপে
               চিকন বাঁশের কুপে ।
      চোখ যাবেনা কারো কূপের অন্ধকারে
           স্মৃতি পটে ফুটব বারে-বারে ।
              
                 ____    :  ____

                       ভবঘুরে
                 ______ ইফতেখার হোসেন

     গ্রামে গ্রামে ঘুরি
                 সবকিছু করি হেরাফেরি
     নগরের নটী দেখি _
                 দেখি গাঁয়ের নতুন জোয়ার,
     সবকিছু ভালো লাগে ;
                 তাই দেখি বার-বার।

               হইনি তো কবি !---
       আঁকি শুধু হৃদয়ে প্রকৃতির ছবি।
           পারিনি গড়তে কিছু _
            দিয়েছি ফাঁকি যত সব
             আছে কবি-কবি ভাব;
       তবু রয়ে গেলো কবিত্বের অভাব ।