ছিটেফোঁটা রদ্দুর বৃষ্টি
হেনকালের রাবন অস্থির
চৌচির জীর্ণ এই শরীর;
মহাকাশ আজ শুন্য –
নিরালা একাকী বসে কাঁদি
পচা সুতা লাগানো ধনুকের তিরে
চালানোর অভাবে মরিচা পড়ে গেছে।
বিদীর্ণ জীর্ণ পটভূমি
ভূমিকম্পের ভয়ে লুকিয়ে
হায় পোড়া কপাল !
জীবনটা ... যে ... ; নিশ্চল হয়ে যায়
কখনো এদিকে কখনো ওদিকে –
ছোঁয়া লাগানোর চেষ্টা করি
ভরা গাঙে তরী বেয়ে যাই
বার-বার হাল ভাঙে পাল ছিঁড়ে
জীবন তরী ভেসে চলে।
জীবন আমি তোমার নদীর ভারপ্রাপ্ত মাঝি
বড়ো বড়ো ঢেউয়ের ধাক্কায়
কখনো একাত তো কখনো ওকাত হই
সামলাবার শক্তি ফুরিয়ে যায়
কিনারায় পৌঁছেও ----
বার-বার কিনারা হারায় ।