একটু থামো ! আক্ষেপ তোমাদের  তরে
                    ঝরা বকুলের গন্ধ শুকে নাও।
                   চলমান এ জীবন থমকে যাবে
                  জীবন আঙিনা একা করে দাও।

               আত্মঘাতী আমি, আঘাতকারী আমি
                     জীবন  সৃজন পথ বন্ধ করি
                    সকলের আগে  পৌছাতে চাই
                    মায়াবী বন্ধন শক্ত করে  ধরি ।

                   অজানা সুর আমার বড়োই জানা
                   শুধু ব্যর্থ হয়েছি তোমাদের তরে ,
             মায়া কান্নায় জড়িয়ে তোমরা ; আমাকে---
                  ফেলেছো তোমাদের বাহুর জোরে ।

                        বুঝোনি তোমরা আমায়
                        বোঝোনি আমার সস্তা ভাষা
                     আমার মতো কতো সুপ্ত প্রান
                  পেতে চাই শুধু নিরন্তর ভালোবাসা ।

              কত- শত জীবন অসাড় হয়ে যায়
                  তোমাদের ভাবের উপেক্ষায়
               তারা তোমাদের রেখেছে টিকিয়ে
                  বিভত্স এই রঙিন দুনিয়ায় ।

                        কত জীবন চলে যায়
                           জীবন তলা দিয়ে,
                       কত মরণ সিড়ি পড়ে রয়
                          বেদনার  সৃষ্ট  হৃদয়ে ।
      
                     কত পাকা ফুল ঝরে যায়
                       অট্টহাস্য জীবন নিয়ে
                      কত কুল নষ্ট হয়ে যায়
                  জোয়ারের বড়ো বড়ো ঢেউয়ে।

              কত  স্মৃতি ! উন্মাদনায় ভেসে যায়
                       খেয়া পারা-পার বন্ধ করে,
                   কত-শত ব্যথা বিমূঢ় হয়ে যায়
                       মায়াবী গঞ্জনার জোরে ।

                কত নিশ্চল প্রাণ মুখ থুবড়ে পড়ে
                    তোমাদের শক্ত পদাঘাতে
                 কত পরাজিত, জয়ী হতে চায়
                     ভাসমান জীবন স্রোতে ।

                  কত ছোটো প্রাণ বাকা করে দেয়
                     তোমাদের পোষা- পঙ্গ্পালে,
                      কত বোবা কান্না শোনা যায়
                 গভীর নিশুতি নিষ্ঠুর রক্ত-জঙ্গলে ।

                     বোড়োরা  বড়ো থাকতে চায়
                     অবহেলিত ছোটোদের মাঝে
                     ছোটোরা বোকা-ই থেকে যায়
                     তোমাদের অবহেলার লাজে ।

                    এমতো জীবন শেষ হয়ে যাবে
                        বেদনার সৃষ্ট  হৃদয় থেকে
                    লিখলাম কবিতা তাদের তরে
                প্রবঞ্চিত; যারা আজকেও গেল  ঠকে।

***এই কবিতাটিতে কিছু বানান ভুল থাকতে পারে , তবে এটা আমার অজ্ঞতা নয় , তবে অভ্রতে টাইপিং করার অজ্ঞতা স্বীকার করে নিচ্ছি । বিশেষ করে  চ্ন্দ্র-বিন্দুগুলি দিতে পারি নি । সমালোচনার আশায় থাকলাম ।