নেপথ্যে
--ইফতেখার হোসেন
সব নীল সাদা হতে হতে যখন কালো হয়ে যায়
গুঢ় গুঢ় শব্দে যখন প্রকৃতির বিরূপ রূপ
জাগ্রত হতে শুরু করে
মাঠে মাঠে জলমাস্তাগুলো যখন কান খাড়া করে
কোনো কিছু শুনতে চায়
কচু পাতাগুলো নুইয়ে নুইয়ে কিছু দেখতে চায়
লিচু গাছের ডানা ভাঙা বাসাহারা পাখিটি
ক্রন্দন করে কিছু জানাতে চায়
তখনও আমাদের চোখ ঢুলু ঢুলু অবস্থা
তখনও আমাদের সকালের আবছা আলো
দেখার তৃষ্ণা জাগেনা।
তখনও আমরা নিরবতার বেড়াজাল ভেঙে দিয়ে
রক্তের স্রোত দেখতে পাইনা ;
ঠিক একইভাবে ওরাও ‘লাস কাটা ঘরের’
গল্পটার রহস্য উদ্ঘাটন করতে পারেনি
কিন্তু অনেক গুলো গোধুলিলগ্ন পার করে চলে এসেছি
অনেকগুলি ভোর চোখ ঢুলু ঢুলু অবস্থায় কেটে গেলেও
সেদিনের নিরবতা ভাঙতে চেয়েছিলো প্রকৃতি
'অ্যালসাপাতা'তে জমে থাকা থকথকে রক্ত
আর ভেজা সবুজ বুনো ফার্ণের লাল হয়ে যাওয়ার
গল্পটা আমাদের অগোচরে থাকলেও
নীড় হারা পাখিটি ঠিকই জানত।
ঃ----ঃ