জলের ফোঁটায় আঁকা শিহরিত জলের ঠোঁট
............ ইফতেখার
আমারই স্বপ্নে আঁকা কায়ার সাথে হুবহু মিলে যাচ্ছে
জলের ফোঁটায় আঁকা শিহরিত সেই জলের ঠোঁট।
কাঞ্চন ফুলের সুবাস মাখা
বেণীর হিন্দলে ;
জনৈক পথচারীর ক্ষুধিত মন আরও নিগুঢ় ছোঁয়ার -
আকাঙ্ক্ষা বুকে নেওয়ার ছবি
আরও স্পষ্ট করি ভোরের সকাল হলে।
সিক্ত এ মন ভাবনা আর দৃশ্যমানের মাঝে কবে যে একাকার হয়ে গেছে বোঝে ওঠার সময়ই হয়নি।
হঠাৎই এ কায়াছবি! মায়াছবি থেকে বেরিয়ে ছায়াছবি হয়ে গেছে
এইমাত্র টের পেলাম।
জলের রঙে আঁকা জলের ফোঁটার শিহরিত জলতৃষ্ণ একটি ঠোঁটের ছবি।
হুবহু ওইটিই যা জনৈক পথিকের জন্য হাজারো কোন্দলের মাঝে হাজারো স্বপ্নবুকে পথিকের অপেক্ষায় আছে-
জলের ফোঁটায় আঁকা শিহরিত জলের ঠোঁট।