বিদ্রোহ
---------ইফতেখার হোসেন
যবনিকার শেষ অক্ষরগুলো যখন আমাকে কামড়ে খাই
অগ্নিশিখা যখন নীল দিগন্ত ছুঁয়ে যায়
তখন আমার একার কিছু করার থাকেনা
গড্ডালিকাপ্রবাহে মানুষগুলোকে হাঁটতে দেখে
আমাকেও সেই পালে যোগ দিতে হয়।
সবুজ-কালো-গেরুয়া-ধূসরের চাপে
পিষে গিয়ে লাল হয়ে যাব জেনেও
হাঁটা বন্ধ করিনি।
যবনিকার অবসাদগুলো ঘুমোতে দেয়না
আমার মা'কে নিয়ে পাশাখেলা চলছে ---
তাইতো এই 'গেরুয়া -সাদা-সবুজ বুকে নিয়ে
আজ 'লাল' হতে এসেছি!