বদনাম
                   ------ইফতেখার হোসেন
এতোদিনে বুঝলাম সত্যিই –
অসময়ে আসিয়াছি এই পৃথিবিতে
তাও আবার ভগবান রূপে ।
কী চাইব আমি! এই ভিখারীদের কাছে
বড্ডোই কাঙাল ওরা ।
ধনে নয় ! বরঞ্চ মনে !
শিকায়ত এর পর শিকায়ত
অহঃরহঃ অনবরত!
পাঞ্জরা খোঙলা হয়ে যায়
অবশ হয়ে যায় শীর্ণ শরীর
তাও আবার শুধু দিয়ে দিয়েই
তারপর আবার প্রশ্ন
কী পেয়েছে ওরা।
নুন ভাত খাইনি ওরা কোনোদিন
আঁধার দেখেনি কচু বনের
ভয়ার্ত হয়নি ওরা নিমপেঁচা
কিংবা শৃগালের ডাক শুনে
ভাঙিয়ে খেতে খেতে ওরা
যেদিন শেষ হয়ে যাবে
আবারও নিরাশ হব,ঠকে যাবো
শেষবারও ভরসা করেছিলাম বলে ।