অথচ সবকিছুই অথবা
ইফতেখার হোসেন
সকাল হলে বাবাকে ফোন করবো
রোদ্দুর ঝিমিয়ে গেলে
নীল পাখিরা উড়িয়ে নিয়ে যায় দিগন্তে।
আবার একটি রাত আসে।
আবারও ভোর হয়!
অবশেষে বাবারই ফোন আসে
খোকা কেমন আছিস!
ঠিক আছে বাবা! ফাঁকা হলে ফোন করছি।
একবার, দুইবার অথবা অনেকবার ---
এখন আর বাবার ফোন আসে না।
অথচ আমার হাতে অনেক সময় !
অনেক আসমানী স্বপ্ন বুকে আমার !
হয়তো একটিবার ! একটিবার ;
বুকে টেনে নিয়ে ;
ওপারের হিমেল হাওয়ার টানে
আমার কান শুনে নেবে,
বাবারাইতো বাবা হওয়ার সুযোগ করে দেই।
অথবা বাবা কেমন আছো !
অথচ সবকিছুই অথবা.......!
............ঃ................ ১৯ ভাদ্র ১৪২৯ সোমবার ০৫/৯/২০২২