ভালো লিখে কি হবে, যখন কান নেই শোনার?
শব্দের স্রোতে ডুববে কে, যখন ভুলে গেছে সাঁতার?
ভালো ছন্দে গাঁথবো মালা, রূপের আলো ছড়াবো,
কিসের তরে, কার ইশারায়, কাহার মন ভরাবো?


কাগজ ভরে লিখবো শুধু, রাতের নীরব প্রহর,
আলোর পথে ডাকবে কে, যখন চারিদিক আঁধার?
ভালো ভাষায় সাজাবো কথা, রসের সিন্ধু আঁকবো,
হৃদয় যদি বোঝে না ভাষা, বৃথাই তবে ফাঁকবো।


ভালো গল্প, ভালো কবিতা, ভালো সুরের বাঁশি,
কে শুনবে সেই সুরের কান্না, কে বুঝবে উদাসী?
ভালো লেখায় দাগ কি পড়ে, কঠিন মনের পাষাণে?
না কি ভেসে যায় সব আঁকিবুঁকি, কালের স্রোতের টানে?


তবুও কলম থামে না, এই যে এক খেয়াল,
লিখতে ভালো লাগে বুঝি, ভুলতে যত জঞ্জাল।
হোক না বৃথা, হোক না ফিকা, হোক না মূল্যহীন,
ভালো লেখার শান্তিটুকু, তবুও তো অমলিন।