হাতে ধরা কলম আজ নীরব ভীষণ,
উত্তর খোঁজে, পথ যেন দিকভ্রান্ত মন।
সাদা পাতা তাকিয়ে রয় ফ্যালফ্যাল চোখে,
শব্দেরা লুকায় যেন গভীর আলোকে।
মনের গভীরে প্রশ্ন, ঢেউয়ের মতো ভাসে,
কূল খুঁজে না পায়, দিক হারায় শেষে।
কলমের ডগায় তাই জমে থাকা কালি,
যেন অশ্রুঝরায়, নীরবে দেয় গালি ।
স্তব্ধতা নামে যেন রাতের আঁধার,
রুদ্ধশ্বাস, যেন নেই কোনো ভাষার আধার।
ইচ্ছে করে লিখতে, উড়াতে শব্দ ডানা,
উত্তর ছাড়া যেন সব পথ অচেনা।
তবুও আশায় বাঁচে ক্ষীণ আলোর রেখা,
হয়তো মিলবে উত্তর, ভাঙবে নীরবতা।
তখন আবার কলম ছুটবে আপন বেগে,
নতুন কথার মালা গাঁথবে অনুরাগে।
নীরবতা ভেঙে, শব্দ জাগুক আবার,
উত্তর পেয়ে কলম লিখুক অনিবার।
জীবন চলুক ছন্দে, প্রশ্নের অন্তরালে,
উত্তর আসুক ধীরে, কলম চলুক তালে।