বিদ্যার দেবী সরস্বতী, শুভ্রতার প্রতিমা,
জ্ঞান আর বিদ্যার আলো, তুমি অন্তর্যামী মা।
হংস বাহনে আসীন তুমি, হস্তে বীণার ধ্বনি,
শান্তি আর স্নিগ্ধতা মাগো, তোমার রূপেখানি।
পুস্তক হস্তে জ্ঞানদায়িনী, মলিনতা হারিণী,
অন্ধকার দূর করে দাও, তুমি আলোকারিণী।
বসন্তের প্রভাতী আলোয়, পূজিত তুমি হও,
বিদ্যালাভের আশীষ দিও, ঘুচিয়ে সকল ভ্রান্তি যত।
বীণার সুরে মন ভরে যায়, জ্ঞানের পথে চলি,
তোমার কৃপায় মুক্তি পাই, ভব-সাগরে ভাসি যদি।
শব্দ আর সুরের দেবী, শিল্পকলার রাণী,
সৃষ্টি আর জ্ঞানের উৎস, তুমি গো জননী।
সরস্বতী মা, রক্ষা করো, অজ্ঞানতার আঁধার থেকে,
জ্ঞানচক্ষু খুলে দাও মা, রেখো তব স্নেহের ছায়াতে ঢেকে।
তোমার চরণে জানাই প্রণাম, ভক্তিভরে মন,
বিদ্যার দেবী সরস্বতী, তুমি জীবন-ধন।