নিজেকে দুর্লভ করো, হে মন,
থেকো না সবার সহচরে বন্দী স্ব্বজন ।
জগৎ সব সময় কিছু চায় বেশি,
বড় বেশি সোজা হলে দেবে কেবল তুচ্ছ নিশানা রাশি।


প্রতি পদক্ষেপে, ভয় পেলেও লড়ো,
শব্দের ঝড় তুলেও নিজের ছায়া গড়ো।
ছোট হতে হতে কেন এতটা করো আফসোস,
উঁচুতে তোলার ইশারায় করো নতুন আক্রোশ।


তোমার হাসি কি শুধুই সবার খেয়ালে?
তলিয়ে থেকো না যারা বাঁচে নিয়মের কপালে।
তোমার সৃষ্টি তুমি, তারা কেন দেবে বিচার?
নিজেকে দুর্লভ করে দেখাও সবার মাঝে নিজেকে খোঁজার।


তোমার বেলা আসবে, জানি বোঝার আয়নায়,
যারা আজ দূরে রাখে, কাঁদবে ঠিক তোমার ছায়ায়।
তাই বলি, হে যোদ্ধা, পুড়ে উঠো আগুনে,
নিজেকে দুর্লভ করো, থেকো না কেউ অমানবিকতার শাসনে।


ঠিক তখনই হবে, বিদ্রোহের জয়,
নিজের শক্তিকেই চিনলে তবেই মুছে যাবে ভয়।