জীবন যেন এক কঠিন পরীক্ষা, বন্ধু,
প্রতি পদে পদে বাঁক, নানা রঙের সিন্ধু।
কখনো সহজ প্রশ্ন, কখনো জটিল ধাঁধা,
উত্তর খুঁজে ফিরতে হয়, কাটে না আর বাঁধা।
সম্পর্কের খাতায় অঙ্ক, কর্মক্ষেত্রের হিসেবে
ভালোবাসা আর বিরহের, কত না অনুভবে।
সফলতার সিঁড়ি চড়া, ব্যর্থতার পরে পড়া,
তবুও এগিয়ে যেতে হয়, ছেড়ে না যে ধরা।
দুঃখ সুখের তরঙ্গ, হাসি কান্নার ঢেউ,
অভিজ্ঞতার খাতায় পাতা, নতুন কিছু কেউ।
নেই কোনো বাঁধাধরা সিলেবাস, নেই সময় সীমা,
প্রতিটি দিনেই পাঠ নেওয়া, জীবন এক মহিমা।
ফলের আশায় নয় শুধু, শেখার জন্য পথ চলা,
ভেঙে গেলে আবার গড়া, নিজেকেই সামলা।
জীবন পরীক্ষার শেষে, নেই কোনো নম্বর পত্র,
থেকে যায় শুধু স্মৃতিগুলো, আর কিছু অনুভব সত্য।
তাই ভয় কি বন্ধু, জীবনের পরীক্ষার খাতায়
হাসি কান্নার মিশ্রণ লিখতে হবে পাতায় ।
প্রতিটি মুহূর্ত তার শিক্ষা, প্রতিটি ঘাত প্রতিঘাত,
জীবন পরীক্ষা চলুক অবিরাম, থেমো না যেনো আর হাত।