পারিনা আমি নাটক করতে,
মানুষের রঙ্গে রঙ মিশাতে।
মুখে হাসি, অন্তরে বিষ,
মিথ্যার স্রোতে মিশি না কোনোদিন।
পারিনা আমি মুখোশ পরে,
জীবন গড়ি ঠকানো সুরে।
যা বলি হৃদয়ে আসে সত্যি,
মনের বিপরীতে চলি না কখনো।
চাই না আমি চমক দিতে,
শব্দ খুঁজে মিথ্যা ভেতরে।
চুপ থাকা ভালো মিছে কথার চেয়ে,
ন্যায় আর ধর্মে চলা বড় যে।
পারিনা আমি আঁধারে মিশতে,
যা দেখি তাই তুলে দিই কাগজে।
জীবন যদি নাটক হয় তবে,
আমি বোধহয় তার নীরব দর্শক কেবল।
তবু কখনো ভালোবাসা দিলে,
তবে সে হবে নির্মল, খাঁটি।
নাটকের খাঁচায় আবদ্ধ নয়,
হৃদয়ে লেখা এক শুদ্ধ স্মৃতি।