চোখ মেলেছি আলো নাই
চলছি পথে গতি নাই
উপায় আছে বুদ্ধি নাই
বলবো কথা শ্লোক নাই
পূর্ণিমা আছে চাঁদ নাই
আয়নায় দেখি আমি নাই
মন ভেঙেছে ফাটল নাই
স্বপ্ন আছে ঘুম নাই
মায়ের কোলে শিশু নাই
গরু আছে রাখাল নাই
বই আছে পাঠক নাই
জোয়ার আছে ভাটা নাই
মান অনেক কিন্তু সম্মান নাই
আমি আছি তুমি নাই
সবই আছি আবার কিছুই নাই