মাঠে নেমেছি কাকডাকা ভোরে,
সূর্য ওঠার আগেই, শরীর ঘামে ভরে।
খেটে খাওয়া কৃষক আমি, এই মাটি মা আমার,
ফসল ফলানোই যেন জীবনের অঙ্গীকার।


হাতে লাঙল, কাঁধে জোয়াল, মনে আশা বাঁধি,
সোনার ফসল উঠবে ফলে, এই স্বপ্ন সাধি।
বৃষ্টি ভেজা মাটি, আর রোদের তেজ গায় ,
জীবন সংগ্রাম চলে অবিরাম, আপন ইচ্ছায়।


ধানের শীষ দোলে বাতাসে, স্বপ্ন জাগে প্রাণে,
অন্ন যোগাই সবার মুখে, এই ভাবেই বেঁচে আছি মান অভিমানে।
ক্লান্তি আসে দেহে, তবু থামি না কভু,
মাটির গন্ধ মেখে বাঁচি, এই তো আমার প্রভু।


ঋণ জালে বাঁধা জীবন, অভাব নিত্য সঙ্গী,
তবুও হাসি মুখে করি, মাঠের কাজে অঙ্গী।
সরকার যেন ফিরে চায়, দেয় না ন্যায্য দাম,
তবুও ভরসা রাখি, আসবে সুদিন আরাম।


খেটে খাওয়া কৃষক আমি, গর্ব করি তাই,
অন্নপূর্ণা মা গো তুমি, তোমারি ভরসা শেষ উপাই ।
মাটি মায়ের কোলে বাঁধা, এই জীবন আমার,
ফসল ফলিয়ে যাবো, করিবো জগৎ পার।