পরাধীনতার শৃঙ্খল ভাঙার, দীপ্ত যাহার নাম,
বীর পুত্র নেতাজি, ভারত মায়ের শ্রেষ্ঠতম সংগ্রাম।
দৃপ্ত তেজে উঠিলে গর্জি, কাঁপিল ব্রিটিশ সিংহাসন,
"তোমরা মোরে রক্ত দাও," করিলা জাতির আবাহন।
ত্যাগিলে আরাম, সুখের আশ্রয়, বিলাসী জীবনের মোহ,
দেশমাতৃকার মুক্তি লাগি, হৃদয়ে জাগিল বিদ্রোহ।
গড়িলেন সেনা, আজাদ হিন্দ, মুক্তির রণভেরী বাজে,
লক্ষ প্রাণের উদ্দীপনা, মুক্তির স্বপ্ন আঁকে যে সাজে।
"জয় হিন্দ" মন্ত্রে মাতিয়া, চলিলেন মুক্তির পথে,
শত বাধা বিঘ্ন তুচ্ছ করি, অবিচল লক্ষ্য রথে।
সিংগাপুর, বার্মা, জার্মানি, ধ্বনিল যাহার জয়গান,
পরাধীনতার আঁধার ঘুচাতে, উৎসর্গীকৃত প্রাণ।
রহস্য ঘেরা বিদায় তাহার, আজও কাঁদে ইতিহাস,
তবুও তাঁহার কীর্তির ধ্বনি, জাগিয়ে উঠায় সাহস।
ভারতের মুক্তি সংগ্রামে, অমলিন তাঁহার অবদান,
বীরত্বের প্রতীক নেতাজি, অমর রবে তাঁহার সম্মান।
প্রজন্ম থেকে প্রজন্মান্তরে, জাগিবে তাঁহার স্মৃতি,
দেশপ্রেমের উজ্জ্বল নক্ষত্র, তিনিই তো জাতির শক্তি।
বীর পুত্র নেতাজি তুমি, ভারত মায়ের নয়নমণি,
তোমার আদর্শে চলি যেন, এই আমাদের কামনা ধ্বনি।