রক্ত দাও, রক্ত দাও, আহ্বান এ ঘোর,
মাতৃভূমির ক্রন্দন শুনি, নিস্তব্ধ প্রহর,
পরাধীনতার শৃঙ্খল বাজে, কান্না ভেজা দিন।
স্বাধীনতার অগ্নি জ্বালো, ঘুচাও মলিন দীন।
রক্তের স্রোতে মুক্তিধারা, বীরের রক্তে পথ,
জীবন পণ রাখো যদি, ঘুচবে যত শপথ
লাঞ্ছনার কালি মোছো, ঘুমাও তবে নির্ভয়ে
স্বাধীনতার সূর্য উঠবে, উদয় দিগ্বিজয়ে।
শত শহীদের রক্ত মাখা, এই মাটি উর্বর,
ত্যাগের মহিমা গাঁথা, অমর অক্ষর,
নবীন প্রাণের জয়গান, নব প্রভাতের ডাক
স্বাধীনতার মন্ত্রে জাগো, দূর হোক সব ফাঁক।
আর বিলম্ব নয়, জাগো সবে, ধরো হাতে হাত,
মুক্তির আলোয় ভরবে দেশ, ঘুচবে আঁধার রাত
রক্তের দামে কিনবো স্বাধীনতা, এই হোক পণ,
স্বদেশের জয় পতাকা উড়বে অনুক্ষণ।