হারিয়েছি প্রেম
           প্রিয়তোষ ব্যানার্জী


কত সবুজ দৃশ্য হারিয়ে গেল অকারণ,
কত কিছুর মূল্য খুঁজে পাই নি মন,
জানি আমার হিসেবী হয়ে বেঁচে থাকায় হলো,
তোমার অপছন্দের আসল কারণ ।
এখনও পাখিদের ঘরে ফেরা হল না,
কত যুগ কেটে গেল এই কদম গাছের তলায়,
শীতের কুয়াশায় ঢেকে ফেলেছি নিজেকে,
সূর্য্য ডুবে গেছে মাঠের শেষে,
আজও সন্ধ্যে নামার আগে ।
কেও করেনি তাঁকে তোমার মত করে বারন,
কত প্রেম আমি হারিয়ে ফেলেছি অকারণ ।

রাত্রি গভীর হয়,
কত অসংখ্য জোনাকি উড়ে বেড়ায়,
আমার নির্লিপ্ত চেতনায় ।
কত শত অক্ষর আর শব্দগুলো
পাল্টে ফেলেছে আজ নিজের স্বভাব,
শুধু তোমার মিথ্যে শান্তনায় ।
কত অনুভূতি বৃষ্টি হয়ে ঝরে পড়ে হঠাৎ
কত রামধনুর সাক্ষী হয়ে দাঁড়িয়ে ওই আকাশ,
অভিমানের পাহাড় বেয়ে ঝর্না নেমে আসে,
আমার হাজার কবিতা সব ছন্দ হারায়,
শুধু আজ তোমার অভাবে ।
কত পথ দেখি মিশে গেছে সাগরে,
কত রং আমি হারিয়ে ফেলেছি এই আঁধারে,
কত কিছুর আজও মূল্য পাই নি এ মন,
কত প্রেম দেখি পুড়ে গেছে অকারণ ।