মন তার ভালো নেই
আহা কী যে কষ্ট!
সুধাতেই সে যে কয়,
"এ জীবন নষ্ট"!
জিজ্ঞাসিলে বলে সে
"বহু তার ডিপ্রেশন"
জানা আছে, এ তো আজ
যুগের মহাফ্যাশন
মুড ছিল খুবই ভালো
চেহারাও ফিটফাট
জমকালো ছবিটাতো
মারমার কাটকাট।
আচমকা ‘কালো ছবি’
সুনসান ছিমছাম
ভাব যেন দুঃখী কবি
"ব্ল্যাক ডিপি" ওর নাম।
ছোট-বড় স্ট্যাটাস সব
দুঃখ আর ধরে না!
নেটপাড়ে ওঠে রব
কমেন্ট আর থামে না।
সবে কয়, "ও মোর ভাই,
জীবন এমনই- বেদনা"
কেউ কয়, "চিন্তা নাই,
নারী মানেই তো ছলনা"
কারো দাবি, "জবাব চাই,
কী হয়েছে বলো না!"
কারো মত: "দুনিয়া -
সুখের যায়গা না।
পরীক্ষাই শুধু যে
জীবনটা জুড়িয়া"
মন তার ভালো না
দুঃখ ভাঙে সীমানা।
দুঃখের কারণটি
আমার নয় অজানা।
পড়ে ক্লাস টেন এ
বহু কিছু শিখেছে।
পড়া বেশ পড়েছে,
তবু ফেল ফিজিক্সে।
চেয়ে দেখি আজ তাকে
নেই কোনো শোরগোল।
নম্বর পায় বহু লোকে,
কিন্তু সে তো ‘গোল গোল’!
"ফল খারাপ কেন রে?
পড়তে বাঁধ সাধে কে?"
বলে, "ভাই, কী যে করি,
ফেল করি সাধে রে?
পড়া হয়না বেশি রে -
সময় যায় ফেসবুকে।"
তার কথা: "বন্ধু রে,
কী যে করি, বল তো?"
তাকে আমি কি বা বলি?
নিজে আমি ক্লান্ত!
‘টিপস’ চায়, স্থির চেয়ে,
আমার কাছে, "দে না রে?"
বলি, "বেশ, আগে তো
কমেন্টগুলোর রিপ্লাই দে!"