আমি সুন্দরকে ভালোবাসি-
সাগর কণ্ঠ, মরু বালিয়াড়ি,
বাঁকা খেজুরের কলস ঝোলানো শাখা।
কী যে সুন্দর রবি-শশী!
মেঘপুঞ্জ চমকায় বলে নাচে ময়ূরীর পাখা,
সে কি সুন্দর অবিনাশী!
বেথুল, শঙ্খ, চাঁদের মৃদু হাসি,
সত্যের সাথে সত্য পাশাপাশি,
-আমি সুন্দরকে ভালোবাসি।
বিনাশে, বিকাশে,
সুন্দরের খোঁজ করি।
মেঘমালা ভাসে, নগর আশেপাশে,
নয় কি সে আহামরি?
সরিষার ক্ষেতে, সাগরের স্রোতে
বিকেলের জানালায়।
চড়ুইয়ের গীতে, মূক ধরণীতে
গর্বিত পতাকায় -
যখন-তখন মন মেতে মোর,
সুন্দর খুঁজে পায়!
আমি সুন্দরকে ভালোবাসি।