সবাই চেনে - বাংলার এক নদী
পদ্মা নামে বয়ে চলা স্রোতস্বতী।
সেটার পলির স্বাদ নিয়ে বলি আমি
অবাক ব্যাপার মিষ্টি লাগে খুবই!
তাই তো বলি পদ্মার ধার কেন -
সুফলা এমন - রত্নফলা যেন।
তার তীরেতে এক যে ছিল প্রাসাদ
বলত লোকে কীর্তি মহান-নিখাদ।
এক কালে সেই প্রাসাদেরই মাঝে,
বিলাসব্যস্ত, সকাল-বিকাল-সাঝে -
মহাজমিদার, রাজবল্লভ তার নাম,
বিশ্বাসঘাতক - ভালো হয়নি যে পরিণাম।
পদ্মা নদী, আষাঢ়ে সর্বগ্রাসী
এক বর্ষায় কড়া নাড়িলে আসি -
"জমিনদারের কীর্তি আমার জীর্ণ করা চাই,
বিশ্বাসঘাতকের ভিটের মোর তীরে নাই ঠাই!
আমি গিলে খাই অহংবোধের ভাষা
পদ্মা আমি - আমিই কীর্তিনাশা।"
[…]