আমি নির্বাক থাকবো না
থাকবো না বোবা, বাকরুদ্ধ।
সাক্ষী যিনি আমার আরাধ্য।
চুপ আমি থাকবো না
আমি চাইবো না বেশি কিছু
আমি হয়তো চুপ থাকব না।
চাইবোনা মেঘনার জল
কিংবা বেলীফুল
চাইবোনা খাইবারের আঙ্গুর ফল
আমি চাইবো না কারো হৃদয়
চাইনা শত্রু হারকিউলিসের পরাজয়।
আমি হয়তো চুপ থাকব না
লাগবেনা এক মুঠো মাটি
যেখানে পড়েনি শয়তানের পা
যা নয় শোষকের ঘাটি
আমি হয়তো চুপ থাকব না
আমি হয়তো চুপ থাকব না
আমি চাইনা কচুরিপানার রঙিন ফুল
কিংবা নিউটনের ঐ আপেল, দেশি কুল
লাগবেনা এক রাজ্যের দাম
প্রয়োজন নেই শয়তানের সান্নিধ্য
ড. ফস্টাস এ মেফিস্টোফিলিস যার নাম
আমায় সেধো না অর্থ-কড়ি
তা আমার লাগবে না, হোক তা
ডুপ্লেক্স-কুঠি, হোক প্রাসাদ-বাড়ি
আমি হয়তো চুপ থাকব না
আমি কখনোই চাই না
একটা দামি শার্ট
শো-রুমে এসিতে সাজানো
সুসজ্জিত পরিপাটি তাকে
চাই না শাপলা - গন্ধহীন
শাখা-কাণ্ডে, অতলে সীমাহীন
চাইনা সুশীতল হাসনাহেনা
কুয়াশায় অচেনা রজনীগন্ধা
লাগবেনা খেজুরের রস
চাই না কবিত্বের সুখ্যাতি, মান, যশ
আমি হয়তো চুপ থাকব না।
আমি চাইতে পারতাম শান্তির ঘুম
না! আমি তা চাই নি
চাইনি রাত্রির নিঝুম
আমি চাইবো না কচুপাতায় জমা পানি
চাইনা শুনতে কারো কোমল মধুবাণী।
লাগবেনা খাঁচার টিয়াপাখি
আমিতো বন্দীত্বের ব্যাথা জানি।
আমি হয়তো চুপ থাকব না
চাইনা ছোট্ট বিড়ালশাবক
চাইনা শুনতে ওর ডাক
পারলে ওটা নিভিয়ে দিক
কালাপাহাড়ের হৃদয় পাবক।
লাগবেনা একটা সাদা কবুতর
শুনতে চাই না ঝিঁঝিঁর ডাক
কিংবা মান ভাঙানো বৃক্ষের মর্মর
চুলোয় যাক ভালোবাসা
আমি হয়তো চুপ থাকব না
চাইনা শিমুলের গাছ
কুয়াশাচ্ছন্ন ডাল-ফুল-মধুতে
কুয়াশাচ্ছন্ন প্রভাতে যা মেলেছে ডালপালা
চাইনা ঐ ছোট্ট মেয়েটিকে দেখতে
তার, যার কুসুম-গালে
ভোরের সাদা আলো করেছিল খেলা
আমি হয়তো নির্বাক থাকবো না।