আমি তাদের ভুলে থাকতে চাই।
ভুলতে চাই
দুপুর, সাঁঝে
যাদের কথা দেয় ব্যাথা।
আমি তাদের ভুলে থাকতে চাই।
রক্তস্নাতে, শূন্যহাতে
দুখের পরতে
যারা কেড়ে নেয় কথা
আমি তাদের ভুলে থাকতে চাই।
যাদের মুখ হারিয়েছে গান
যাদের মন হারিয়েছে স্বপ্ন
না দেখে নতুন দিন
মাথায় চেপেছে ঋণ
ঐ স্বপ্নহীনের জন্য।
আমি তাদের ভুলে থাকতে চাই।
আমরা ফেরাতে পারি না
পারি না ফেরাতে হারানো স্বপ্ন
আমরা শুনতে পারি না
পারিনা শুনতে রিক্ত কণ্ঠ
আমি আত্মহত্যা ঘৃণা করি।
বেশি ঘৃণা করি আমি-
"আত্মাহত্যা"কে।
আমরা থামাতে পারি না
থামাতে পারিনা "আত্মাহত্যা"
তাই কেবল ভুলে থাকতে চাই
শান্তি পেতে চাই ভুলে থেকে।