আমি অসম্ভবকে সম্ভব করি
হাঁচি দিতে পারি চোখ মেলে।
আমি অসম্ভবের ধার না ধারি
হাত-পায়ে মোর আগুন জ্বেলে।
আমি নশ্বরের উপাসনা না করি
মিশিয়ে ফেলি আমি পানি, তেলে।
আমি মিষ্টি কথায় হার না হারি
লাশ কাঁটা দেখি চোখ মেলে।
আমি মানে তারুণ্যের অবিনাশী পরশ,
অঘটনপটু কৈশোরের দুরন্ত সাহস।