জীবন
তুই কে? বলে দিস আমাকে।
আজ হাজার বছর হলো খুঁজছি তোর উপমা।
জীবন, তুই কি এক বিন্দু সময়?
পলকে পলকে তোর হয়ে যায় ক্ষয়,
কারো জন্য তুই অমৃত ফোঁটা,
অন্য কারোর গোলাপের কাঁটা?
বিষপাত্রের চুমুক? কান্না-ভয়?

জীবন,
তোর পরিচয় দে।
তুই কি তবে দুর্বার রেলগাড়ি?
স্টেশনের লাগি শত কিলো পাড়ি
শেষ হয় না কেন?
জীবন, হাজার বছর হয় খুঁজছি তোর উপমা।

জীবন, তুই কি ঋণের বোঝা?
সেই প্রথম, চোখটি মেলে শুনি,
আমি পিতা-মাতা গুরুজনে ঋণী
- এই আমি তার কিছু না তো জানি।
সবাই পাওনাদার!
আজ তাই সবে নিলামেতে তোলে,
নিঃস্ব আমি অসহায় বলে -
দাম নিয়ে কষাকষি!
জীবন, হাজার বছর হলো খুঁজছি তোর উপমা।

জীবন, তুই কি সার্কাসের কৌশলী?
ভেল্কিবাজের তলোয়ার চিরে ফেলে দুইপাশে,
"আজগুবি" এ ঘটনায় তোর দর্শক সব হাসে!
নির্বাক তোর মুখের ভাষা - নাচায় তোরে আশা,
কান্নায় তাই আনন্দ, আর হাসিগুলো তামাশা!

জীবন তুই কি মিশরীয় বর্ণমালা?
বলে দে, তোর অর্থ কী আছে?
নাকি নেই? আমি খুঁজে নেব? পাছে
মুছে যাস তুই শিলালিপি থেকে
বেমালুম চিরতরে?
জীবনকে আজ আজ ভালোবাসি
তার অর্থ জানি না বলে!?
জীবন, হাজার বছর হলো খুঁজছি তোর উপমা।