আজ বাতাস বইছে বলে,
ধুলোয় যে চোখ বুজে যায়, দোলা লেগেছে চুলে।
কী যে তীব্র বাতাস!
শহরে যেন পুঁজ জমেছে, মেঘাচ্ছন্ন আকাশ।
উড়ছে টবের পাতা
হঠাৎ যে কাঁপছি আমি, নির্জীব শীতলতা।
বৃষ্টি মুষলধারে,
জানালায় দেখি বাজ চমকায়, কে যে গেল পরপারে!
আজ এ দমকা হাওয়ায়,
কলাগাছগুলো ভেঙে পড়েছে, রঙ্গন উড়ে জানালায়।
সাইক্লোনটা শহরে এসেছে,
নামটি যে মনে নেই।
আমি তাই "ঘূর্ণিঝড়" বলি,
ধ্বংসে তার জুড়ি নেই।
টেবিলে বসেছি আমি।
সামনে রেখেছি বহু বই।
আড়মোড়া ভেঙেছি সবে। হায়,
কারেন্ট চলে গেল কই?
স্তব্ধ বসে কান পেতে শুনি,
ঝিমঝিম এই রণধ্বনি,
হায়, আমি অবাক-নির্বাক
এ মায়াধ্বনি - বৃষ্টির প্রচ্ছন্ন ধারা
কী বিশেষ যাতে কবিরা দেন প্রাণ বলি?