ছিল সে বাঁধনহারা।
হিংসে তারে, রাতদুপুরে
ভেঙে দিল শিরদাঁড়া!
কাড়িয়া কড়ি, বাঁধিয়া দড়ি
ছিনিয়ে ভাতের হাড়ি,
করেছিল ঘরছাড়া।
ছিল সে বাঁধনহারা।
হারায়ে দিশা, অন্ধ নিশার
বিস্মৃতি সাগরপাড়ে
হারালো মুখের ভাষা
জ্ঞান পিপাসায়, স্বপ্নে, ভাষায়
মেলেছিল সে পাখা।
ছিল সে বাঁধনহারা।
প্রচলন-সংস্কারে,
সমাজ ও আবেদনে
যায়নি তারে বাঁধা।
লোকসমখে, স্বার্থে যুঝে
ভাবিয়া বলেছে কথা।
ছিল সে বাঁধনহারা।
তা ছিল নজরকাড়া।
ভাবনা-নেশায়
তপ্ত ভাষায়, ঘোর নিরাশায়
দিয়েছিল সে আশা।
ত্যাক্ত মানবে,
সরবে, নীরবে
দিয়েছিল ভালোবাসা।
ছিল সে বাঁধনহারা
সে ছিল বাঁধনহারা